Most commented posts
- আধুনিক ছেলে — 9 comments
- ভাবি এবং দেবর — 8 comments
- একটা চুমো — 7 comments
- পঁচা বাসি গন্ধ — 7 comments
- আমার সাথে বিছানায় যাবেন — 7 comments
Jan 21
বল্টু এক ঋষির কাছে গিয়ে জিগ্যেস করল-
বল্টু : আচ্ছা ঋষি বাবা, বিয়ের আগে যদি প্রেমিক প্রেমিকা রাতে এক বিছানায় ঘুমায় তাহলে কি পাপ হয়?
ঋষি : ঘুমালে তো পাপ হয় না বৎস, কিন্তু সমস্যা হল তোরাতো ঘুমাস না!
Jan 21
এক ছেলে তোতলা হওয়ার কারণে তার বিয়ে হচ্ছেনা। একদিন মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলের মা বলল, বাবা ঐ বাড়িতে গিয়ে তুমি কোন কথা বলবে না। একদম চুপ থাকবে। ঠিক আছে?
ছেলে :- থিথ আতে মা।
মেয়ে দেখার সময় মেয়ে চা নিয়ে আসলো।
ছেলে :- (চা মুখে দিতেই চিৎকার দিয়ে বলল )গলম! গলম!
মেয়ে :- আলে ফুত মালো! ফুত মালো!
Jan 21
একটি মোরগ একটি মুরগিকে তাড়া করছিল। আর মুরগির মালিক দাড়িয়ে দাড়িয়ে তা দেখছিল। তো মোরগ মুরগিকে তাড়া করতে করতে ধরতে পারছে হঠাৎ মুরগিটি একটি গাড়ীর নিচে পড়ে মারা গেল। আর তখনই মুরগির মালিকের চিৎকার..…..…
বাহ! সাবাস মুরগি, সাবাস। জীবন দিলি,
তবুও ইজ্জত দিলি না। সাবাস!!
Jan 21
বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের কথোপকথন…
বয়ফ্রেন্ডঃ এই, আমি না লুকিয়ে লুকিয়ে তোমার ‘ওইটা’ দেখে ফেলছি।
গার্লফ্রেন্ডঃ ছি, ইতর। আমি তোমাকে ভালো ছেলে ভেবেছিলাম। ভেবেছিলাম তুমি অন্য রকম। কিন্তু এখন দেখছি তুমিও অন্যান্য ছেলেদের মতোই অসভ্য।
বয়ফ্রেন্ডঃ ইয়ে মানে, তুমি রেজাল্ট কার্ডে ফিজিক্সে F কে A বানাচ্ছিলে আমি পিছন থেকে সেটা দেখে ফেলেছিলাম। কিন্তু তার সাথে যে ইতর অসভ্যের মিল আছে জানা ছিল না।
গার্লফ্রেন্ডঃ এই জানু, আমার হাতটা একটু ধরবে। একটা কবিতা শোনাও না, অনেকদিন তোমার কাঁধে মাথা রেখে কবিতা শুনি না। আর রেজাল্ট কার্ডের কথাটা আমার বান্ধবীদের বোলো না প্লীজ।
Jan 21
একদিন হাবলু হঠাৎ তার ভাবীকে ধরে প্রচুর মারধোর করতে লাগলো! সবাই অবাক হয়ে হাবলুকে থামালো আর করল,”তুমি তোমার ভাবীকে মারছ কেন?” হাবলু বলল,”আমার ভাবী ভাল মহিলা না!” সবাই বলল,”তুমি কিভাবে বুঝলা?” হাবলু বলল,”আর বইলেননা! আমি আমার যেই বন্ধুকেই ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস করি,কার সাথে কথা বলিস?সেই বন্ধুই উত্তর দেয়, তোর
ভাবীর সাথে!”