Yasin Hossain

Author's posts

গাধার উত্তর

বনের ভেতর এক বাঘের বিয়ে। সেই খুশিতে বনের সব পশুই নাচ-গান শুরু করেছে। বনের এক কোণায় একটা গাধার নাচ দেখে এক বাঁদর তাকে জিজ্ঞেস করলো, ‘আরে গাধা ভাই,
তুমি অযথা নাচছো কেন?’ গাধা রেগে বলল, ‘এই বনে আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি নাচবো না তো নাচবেটা কে, শুনি?’ বাঁদর আবারও প্রশ্ন করল, ‘বাঘ আবার কবে থেকে তোমার ভাই হলো?’ ‘আরে বাঁদর, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। বাঘের ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটবে। তাহলে সে তো আমার ভাই-ই হবে, নাকি?’
—গাধার উত্তর।

অছাম ফিলিংস

এক কুকুর আরেক
কুকুরকে বলছেঃ কিরে দোস্ত সারাদিন সারা রাত বিল গেটস এর বাড়ির সামনে কান পাইতা বইসা থাকস, ঘটনা কি???
দোস্ত আর বলিস না । বিল গেটস এর পোলা একটা অপদার্থ…তার পোলারে কুত্তার বাচ্চা কইয়া গালি দেয়… নিজেরে বিল গেটস মনে হয় ।
অছাম ফিলিংস….

What an idea

২টা অতি উচ্চমানের ভদ্র ছাত্র!!! গরমের মাঝে রাত জেগে বারান্দায় পড়ছিল। ১জন জিজ্ঞেস করলো “কয়টা বাজেরে?” আরেকজন একটা পাথর নিয়ে প্রতিবেশীর টিনের চালে মারল । সেখান থেকে এক মহিলা বের হয়ে বলল…”হারামির দল রাত ৩টা বাজে…এখনো ঘুমাসনি ?:P What an idea!!!

একের ভিতরে দুই

১। আদালতে বিচারক্ষম জিজ্ঞেস করছে কোপা শামসুকেঃ তুমি মহিলাদের কামড়ে দিয়েছো কেন?
কোপা শামসুঃ ইয়োর অনার, আমার কী দোষ বলেন… ওইখানেই তো লেখা ছিল
‘মহিলা কামরা’। তাই কামড়ে দিছি ।

২। এক বিদেশি ও বাঙ্গালি জেলের মধ্যে কথোপকথন।
বিদেশি:How are you?
জেলে: হাওয়ার খুব গতি স্যার।
বিদেশি:How much?
জেলে: ইলিশ মাছ
বিদেশি: Ok.bye.
জেলে: ওকে আপনি
চিনবেন না ও আমার ভাই কেরামত।
বিদেশি: Good bye. জেলে: না আপন ভাই।”

দুধ খেলে নাকি শক্তি বাড়ে

বল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে !!
বল্টুর বন্ধু :হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোন সন্দেহ আছে ??
বল্টু : ধুর ! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম, এক ইঞ্চিও নড়ে নাই ! সব ভূয়া !
এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম! দেখি দেয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে ।