হাসুন প্রান ভরে!
Most commented posts
- শরীরের বর্ণনা — 116 comments
- প্রথমে চুমু দিন — 63 comments
- আমার নিচে ও ছিল — 58 comments
- দুধ খাই না — 54 comments
- এক বউ দুই স্বামী — 42 comments
Nov 07
বড় ভাই ছোট ভাইকে উপদেশেস্বরুপ বললো , তুমি যদি আমার আর তোমার ভাবীর কথা শোনো তবে তোমাকে প্রতিদিন দুটো করে চকলেট দেব । তাই ছোট ভাই সব সময় ভাই ভাবীর কথা শুনতো একদিন রাতে সবাই শুয়ে পড়ল আস্তে আস্তে ছোট ভাই বড় ভাইয়ের খাটের নিচে গিয়ে চুপ করে বসে পড়ল । পরদিন ছোট ভাইকে ধরে ফেললো এবং বললো আপনি না বলেছিলেন আপনার আর ভাবীর সব কথা শুনলে আমাকে চকলেট দিবেন । আমি কাল রাতেও তো তোমাদের সব কথা শুনেছি।
Nov 07
অফিসে নিয়নিতভাবে দেরী করে হাজিরা দেয়ার জন্য ম্যানেজার এক কেরানীকে অনেকক্ষন বকাঝকা করে বললেন, আশা করি এটা আমার শেষ বকুনি হবে যাও।
উৎসাহিত হয়ে কেরানী বললো , কেন স্যার কাল থেকে কি আপনি রিটায়ার করেছেন?
Nov 06
কোম্পানী ম্যানেজিং ডিরেক্টর অফিস তদারক করতে এসেই বড়বাবুকে ডাকলেন। আপনাদের ঈ ক্লাক নিধু বাবুর ফাইলে এত অভিযোগ কেন? সে কি করে সারাদিন ?
আজ্ঞে চারপাশ মাছি উড়ে বেড়ায় তাই দেখে ভয়ে ভয়ে বললেন বড়বাবু। ব্যস এই তারকাজ ? হুঙ্কার ছেড়ে ছাড়লেন ম্যানেজিং ডিরেক্টর?
আজ্ঞেয়ানা , তাড়াতাড়ি জবাব দিলেন বড়বাবু দুই একটা মারেও বটে।
Nov 06
অধিনস্ত কর্মচারীঃ দেখুন স্যার কাল আমার দিদিমা মারা গেছেন আজ আমি ছুটি চাইছি ।
– সত্যি দুঃখিত মিঃ সোম আপনার দিদিমা কিন্তু এই নিয়ে চারবার মার গেলেন।
Nov 06
কোম্পানী বড় কর্তার বন্ধুঃ কিন্তু এ তোমার কি যুক্তি? অবিবাহিত লোক না নিয়ে তুমি কেবল বিবাহিত কর্মচারী রাখতে চাও কেন ?
বড় কর্তাঃ বুঝলেন বিবাহিত লোক গুলো বাড়ীতে আট প্রহর বকুনি খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে যে , আমি বকলেও তার আর কিছু মনে করে না । চাকরী ছেড়ে দেবার ভয়ও দেখায় না।