হাসুন প্রান ভরে!

Most commented posts

  1. শরীরের বর্ণনা — 116 comments
  2. প্রথমে চুমু দিন — 63 comments
  3. আমার নিচে ও ছিল — 58 comments
  4. দুধ খাই না — 54 comments
  5. এক বউ দুই স্বামী — 42 comments

Author's posts

*গোপালভারের জব্দ*

গোপালভারের বুদ্ধির কথা সারা দেশে ছরিয়ে পরল|ঐ দেশের রাজা ঠিক করল গোপালকে এবার জবদ করতে হবে|তাই সে তার ৭ জন প্রজাদের ডেকে সবার হাতে একটি করে ডিম হাতে দিয়ে বলল ডিম গুলো লুকিয়ে রাখতে|এমন সময় সেখানে গোপাল আসলো| গোপালকে দেখে রাজা গোপাল ও ঐ সাত প্রজাদের উদ্দেশ্যে একটি পুকুর দেখিয়ে ঘোষনা করলো :তোমরা সবাই এই পুকুরে ঝাপ দিয়ে একটি করে ডিম তুলে আনবে| যে না পারবে বুঝতে হবে যে সে অপয়া, মায়ের জারজ সনতান|কি আর করা রাজার কথামত সাবাই পানিতে ঝাপ দিলো|ওদের কাছে আগেই ডিম দেয়া হয়েছিলো তাই ৭ প্রজা নিস্চিন্তে পানিতে ঝাপ দিলো |কিছুখনপর সাবাই নিজেদের কাছে লুকানো ডিম নিয়ে ফিরে আসলো কিনতু গোপাল আসলো খালি হাতে |গোপালের হাত খালি দেখে রাজা বলে উঠলো তোমার হাতে ডিম নেই তারমানে তুমি….. রাজার কথা শেষ হয়ার আগেই গোপাল বলে উঠলো ,’এখানে যেকয়জন আছে সবাই মাইগ্গা হাস (মেয়ে হাস) একমাএ আমিই মর্দা হাস (ছেলে হাস)|গোপালের কথায় রাজা হেসে উঠলো বুঝলো গোপালকে হারানো এত সহজ না|

কাল

কোন এক স্কুলে এক পরিদর্শক গেছেন। তো তিনি যথারিতি ক্লাস পরিদর্শনে গেছেন এবং ঢুকেছে ৫ম শ্রেণীতে । ঢুকে তিনি প্রশ্ন করলেন-
কি ক্লাস হচ্ছে?

১ জন উত্তর দিল- বাংলা-২য়।

ও আচ্ছা-ভিজিটর বললেন-
বলত কাল কত প্রকার?

১ জন বলল: ২প্রকার- যেমন: সকাল ও বিকাল।
২য় জন: গতকাল ও আগামীকা।
৩য় জন: ৬ প্রকার- যেমন: ঐ ৪টি এবং ইহকাল ও পরকাল।

ততক্ষনে পরিদর্শক তো রেগে আগুন। বললেন ক্লাসের ১ম (১ রোল) কে?

১ম বালক দঁড়াল।

ভিজিটর বলল \”তুমি বল কাল কত প্রকার?\”

তখন সে মনেমনে ভাবছে ওরাতো ৬টা বলেছে। আমি ১ম বালক। আমি একটু বেশী না বললে কেমন হয়।
তাই সে বলল ৮প্রকার- যেমন:
১। সকাল ২। বিকাল ৩। গতকাল ৪। আগামীকাল ৫। ইহকাল ৬। পরকাল ৭। বাল্যকাল ৮। বৃদ্ধ কাল।

তিন ফকির

সারাদিন কাজ কার পর তিন বন্ধু টাকা হিসাব করছিল। তাদের এজন ছিল অন্ধ, একজন ল্যাংড়া এবং অন্যজন ছিল ফকির। ঠিক তখন-

১ম বন্ধু (অন্ধ): দেখেছিস আজ আকাশটা কত সুন্দর লাগছে।

তার কথা শুনে রাগে-
২য় বন্ধু (খোড়া): তোকে মারব এক লাথি।

তখন ২য় বন্ধুর কথায় সায় দিয়ে-
৩য় বন্ধু (ফকির): মারমার ॥ মেরে হাড় গুড়ো করে দে। যত টাকা লাগে আমি দেব।

আমেরিকা ক্রয়

আমেরিকার কোন এক রাস্তায় দুই জন মাতাল মদ খাচ্ছে আর আলাপ করছে-
১ম মাতাল: আমি এই দেশটা কিনে নেব।
২য় মাতাল: কিনবি মানে। আমি বেঁচলে তো কিনবি।

তিন বন্ধু ও দৈত্য

৩ বন্ধু একদিন সাগরে জাহাজে করে ঘুরছিলো । এমন সময় হঠাং সাগরে ঢেউ উঠলো ।কোন রকমে বন্ধু ৩ জন এক অজানা দীপে এসে পৌছুলো । এমন সময় তারা দেখতে পেলো দীপে একটি প্রদিপ পরে আছে। তারা প্রদীপটি হাতে নিয়ে ঘশতেই প্রদীপ থেকে একটি জ্বিন বের হয়ে বল্ল আমি আপনাদের প্রতেএকের একটি করে ইচ্ছা পূরন করব।প্রতেএকে জার জার ইচ্ছার কথা বলুন।
১নং বন্ধু বল্ল :আমার সকল আত্মীয় ইন্ডিয়া থাকে তাই আমি সেখানে চলে যেতে চাই। বলার সাথে সাথে সে ইন্ডিয়া চলে গেলো ।
২নং বন্ধু বল্ল :আমার সকল আত্মীয় বাংলাদেশে থাকে আমি সেখানে চলে যেতে চাই। বলার সাথে সাথে ২য় বন্ধু চলে গেলো তার দেশে।
এবার ৩য় বন্ধুর পালা ।তার ইচ্ছার কথা জানতে চাইলে সে একটু ভেবে উত্তর দিলো :আমার আত্মীয় বলতে কেউ নেই কেবল ঐ ২ বন্ধুই আছে তাই দয়া করে তাদের আমার কাছে ফিরিয়ে দিন।বলার সাথে সাথে দুই বন্ধু আবার দীপে ফিরে আসলো ।