ইংরেজী শিক্ষক ক্লাসে বাচ্চাদের পশুর ডাক চ্যাপ্টারে পড়া ধরছেন। ক্লাসে এসে তিনি পাজি ফাঁকিবাজ ছেলেটিকে দাঁড় করিয়ে দিয়েছেন।
শিক্ষক: ডগ ?
ছাত্র: ঘেউ ঘেউ ।
শিক্ষক: ক্যাট ?
ছাত্র: মিউ মিউ মিয়াও ।
শিক্ষক: লায়ন ?
ছাত্র: আহ আহ উহ ।
শিক্ষক: আমি লায়ন বলেছি,লিয়ন নয়।
Nov 30