এক বাড়িতে চোর ঢুকলো। ঘরের ভিতোরে তন্ন তন্ন করে খোজার পর ও চুরি করার মতো একটা জিনিষ ও পেলোনা। চোর টি আবছোস করতে করতে ঘর থেকে বের হবার সময় দেখতে পেলো। একজন লোক দরজার আড়ালে মুখ লুকিয়ে আছে।
চোরঃ- ভয়ে ভয়ে জিগেস করলো।কে আপনি?
লোকঃ-আমি বাড়ি ওয়ালা।
চোরঃ- দরজার আড়ালে মুখ লুখাচ্ছেন কেনো।
লোকঃ-চুরি করতে এসে। এতো খোজার পর ও বাড়িতে চুরি করার মতো কিছুই পেলেন না। তাই লজ্জায় আপনাকে মুখ দেখাতে পারতেছিনা।
Oct 22