দুই বন্ধু আলাপ করছে—
প্রথম বন্ধুঃ জানিস দোস্ত, আমার আব্বু না ভীষণ ভুলোমনা আর বেখেয়ালি। আমি প্রতিদিন আব্বুর মানিব্যাগ থেকে টাকা চুরি করি, আব্বু খেয়ালই করেনা।
দ্বিতীয় বন্ধুঃ মুখ গোমড়া করে বলল তবু তো ভালো! আমার আব্বু এতই ভুলোমনা যে .
মানিব্যাগে টাকা রাখতেই ভুলে যায় !
Jun 19