হারমোনিয়াম আর বন্দুকের দোকান দিয়েছে আরিফ। দোকানে একদিন হাজির বন্ধু সুমন।
সুমন : কিরে, তুই তো দুইটা দুই প্রান্তের জিনিসের দোকান খুলেছিস! বিক্রিটিক্রি হয়?
আরিফ : হয় মানে? বলিস কী?
দুটোই সমানতালে বিক্রি হয়!
সুমন : কীভাবে?
আরিফ : কেউ হারমোনিয়াম কিনলেই কদিনবাদে তার প্রতিবেশী আসে বন্দুক কিনতে!
Dec 09
1 comment
হা হা হা