স্যারঃ মনে কর সমুদ্রের মাঝখানে ১ টা আপেল গাছ আছে। সেখান থেকে আপেল ছিড়বি কিভাবে??
রিংকুঃ স্যার। পাখি হয়ে উড়ে যাব। তারপর ছিড়ে নিয়ে আসব।
স্যারঃ জলজ্যান্ত ১ টা মানুষকে পাখি তোর বাপে বানাবে?
রিংকুঃ স্যার! সমুদ্রের মাঝখানে আপেল চাষ আপনার বাপে করবে?
Jan 28