ঘুষ কী?
সাধ্যের বাইরে খরচ করার ইনকাম!
প্রেম কী?
আতঙ্কিত করব, নাকি একটা ভালো পরামর্শ দেব?
অনেকে চোখের বদলে মাথায় চশমা পরে কেন?
যার চোখ যেখানে।
মীরজাফর আর বিশ্বাসঘাতকের মধ্যে পার্থক্য কী?
মীরজাফর একজনই, কিন্তু যুগে যুগে বিশ্বাসঘাতকের অভাব নেই!
আমরা স্বপ্ন দেখি কেন?
বাস্তবতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ি বলে।
গিন্নির ঝাড়ির হাত থেকে বাঁচার সহজ উপায় কী?
মুখ বুঝে সহ্য করা!
দেশপ্রেমিক কাকে বলে?
কোন সংজ্ঞাটা বলব, নতুনটা, না যেটা জানতেন সেটা?