শয়তান খাইলো বাঁশ ।

একজন খারাপ চরিত্রের লোক ছিল। সরাসরি বলা যায় বিকৃত রুচি। সে খালি মেয়ে মানুষ না, ছেলে, বৃদ্ধা, পশু, পাখি, গরু, ছাগল, কুকুর, বিড়াল, মশা, মাছি যা পাইত তার সাথেই আকাম কুকাম করত। জীবনের প্রথম ২২ টা বছর তার এভাবে গেল। বলাই বাহুল্য সব শয়তানের কু-মন্ত্রনা।এর পর জানি তার কি হল সে একদিন হঠাৎ ভাল হয়ে গেল। সে বলল আগামী ২২ বছর আমি খালি ধ্যান করব এরপর সে ধ্যান করা শুরু করল। কঠিন সাধনা এবং তপস্যা। সে ভাল হয়ে গেল। শয়তান তো চিন্তায় পড়ে গেল! যেভাবেই হোক ২২ বছরের আগে তার বিচ্যুতি ঘটাতেই হবে। ধ্যান করার বয়স যখন ৫ বছর তখন শয়তান তার সামনে মুনমুন আর ময়ুরী কে আনল। নাহ খারাপ চরিত্রের লোকটার তারপরেও ধ্যান ভাঙ্গল না। ১০ বছর পর তার থেকে ভাল কোয়ালিটির বাংলাদেশের সুন্দর ফিগারের মডেল গুলাকে আনা হল। নাহ এখনও ধ্যান ভাঙ্গে না। ১৫ বছর পর ক্যাটরিন, জিটা জোন্স, কেট উইন্সলেট এইসবও চলে আসল নাহ কিছুই হইল না। ২০ বছররে সময় শয়তান একেবারে বেহেশতের পরীগুলাকে আনল। নাহ তাও ঐ লোকের ধ্যান ভাঙ্গে না। শয়তান তো চিন্তায় পড়ে গেল! শেষ পর্যন্ত মানুষের কাছে হার!! এরপর শয়তান নিজেই মেয়ে সাজল। মেয়ে সেজে ঐ লোকের কাছে গেল। লোকটি চোখ খুলে দেখে সামনে অপূর্ব সুন্দরী মেয়ে। সে তারপর তার ধ্যান ভেঙ্গে আকাম কুকাম শুরু করল। সব শেষ হওয়ার পর শয়তান নিজের বেশে ফিরে আসল। তারপর শয়তানের ট্রেড মার্ক অট্টহাসি শুরু হুল। মুহাহাহাহাহাহাহাহা, ভাংছি তোর ধ্যান ভাংছি। মানুষ কখনও শয়তানকে হারাতে পারবেনা। লোকটাও অট্টহাসি শুরু করল। হুহাহাহাহহাহাহাহাহাহাহাহহাহাহ। শয়তান অবাক!! কিরে তুই হাসছ ক্যান? ২২ বছর আগে তো সবগুলারে লাগাইসিলাম। এরপর খালি বাকি ছিল শয়তান। ২২ বছর সাধনা কইরা আইজ শয়তান লাগাইলাম। হুহাহাহহাহাহাহ।

10 comments

Skip to comment form

  1. হট জোকস আরো চাই.

      • md.taz on May 8, 2016 at 11:46 pm
      • Reply

      Nice boos :rose:

      • Azgar Ali on June 7, 2016 at 6:25 am
      • Reply

      তাই?

      • Tana on June 8, 2016 at 5:13 am
      • Reply

      Realy hot????

      • Noor Alam on August 28, 2016 at 11:26 am
      • Reply

      Hi..

    • শওকত আলী on July 10, 2015 at 1:15 pm
    • Reply

    মুহাহাহাহা

    • Md Masud Hussin on January 16, 2016 at 10:13 am
    • Reply

    supper boos

    • Laltu on May 7, 2016 at 11:44 am
    • Reply

    :yahoo: :yahoo: :yahoo:

    • Rejman on May 27, 2016 at 5:00 am
    • Reply

    :yahoo: 😉 😥 :mail: :unsure:

    • Azgar Ali on June 7, 2016 at 6:24 am
    • Reply

    amar hassy thamabe kk

Leave a Reply

Your email address will not be published.