বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের কথোপকথন…
বয়ফ্রেন্ডঃ এই, আমি না লুকিয়ে লুকিয়ে তোমার ‘ওইটা’ দেখে ফেলছি।
গার্লফ্রেন্ডঃ ছি, ইতর। আমি তোমাকে ভালো ছেলে ভেবেছিলাম। ভেবেছিলাম তুমি অন্য রকম। কিন্তু এখন দেখছি তুমিও অন্যান্য ছেলেদের মতোই অসভ্য।
বয়ফ্রেন্ডঃ ইয়ে মানে, তুমি রেজাল্ট কার্ডে ফিজিক্সে F কে A বানাচ্ছিলে আমি পিছন থেকে সেটা দেখে ফেলেছিলাম। কিন্তু তার সাথে যে ইতর অসভ্যের মিল আছে জানা ছিল না।
গার্লফ্রেন্ডঃ এই জানু, আমার হাতটা একটু ধরবে। একটা কবিতা শোনাও না, অনেকদিন তোমার কাঁধে মাথা রেখে কবিতা শুনি না। আর রেজাল্ট কার্ডের কথাটা আমার বান্ধবীদের বোলো না প্লীজ।
Jan 21