চায়না বেড়াতে গিয়ে ঘুরে ঘুরে এক রেস্টুরেন্টে ঢুকে এক পর্যটক দেখলো মেন্যু সব চাইনিজ ভাষায় লেখা ।
আবার না বুঝে শুয়োর-সাপ-ব্যাঙ ইত্যাদি খাওয়া হয়ে যায় কিনা সে ভয়ে লোকটা মেইন কোর্স বাদ দিয়ে শুধু স্যুপের অর্ডার দিলো ।কিন্তু স্যুপ আসার পর দেখে তাতে মাছি পড়েছে । একেই প্রচন্ড খিদায় সামান্য স্যুপ, তাতেও মাছি পড়েছে…ভয়ানক রেগে লোকটা চিল্লাচিল্লি শুরু করলো ।
রেস্টুরেন্টের একমাত্র ইংরেজি জানা মানুষ ম্যানেজার দৌড়ে এলো । বললো-“কী সমস্যা স্যার?”
লোক-“আমার স্যুপে মাছি ভাসছে তিন তিনটা ।”
ম্যানেজার মেন্যু চেক করে ওয়েটারকে ধমক দিয়ে বললো-
“মাছির স্যুপে কেউ অ্যাতো কম মাছি দেয়?”