একটা মশা একটি মাছিকে বিয়েকরেছে। মাছি বাসরঘরে মশার জন্য বসে আছে কিন্তু মশা আর বাসর ঘরে ঢুকছেনা। এটা দেখে মশারবন্ধু বলল,কিরে তোর না আজ বাসর রাত তবে এখানে বসে আছিস কেন? বন্ধুর কথা শুনে মশা বলল, কিভাবে যাব বল- মাছি তো সেই বুষ্টার কয়েল জ্বালিয়ে বসে আছে!
Jul 05
3 pings