বনে কাঠ কাটতে গিয়ে বোলতার কামড় খেয়ে বাড়ি ফিরল গেদু।
বোলতা কামড় দিয়েছে তার জায়গা মত।
জিনিষটা হয়েছে দেখার মত। ইয়া মোটা।
প্রচণ্ড যন্ত্রণা নিয়ে বাড়ি এসে বউকে দেখানোর পর বউ লতাপাতা বেটে লাগাতে লাগাতে বলল, ঈশ্বর ব্যথাটা কমিয়ে দাও, ফুলাটা কমাইও না, যেভাবে আছে সেভাবে থাক
Mar 01