এক ব্যাক্তি গ্রামে গ্রামে ঝুড়িতে করে টুপি বিক্রি করত।
একদিন সেই ব্যক্তি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসল এবং তার ঝুড়িটি গাছের নিচে রেখে পানির সন্ধানে বেড়িয়ে গেল।
কিছুক্ষণ পর লোকটি ফিরে এসে দেখল যে তার সব টুপি গুলো গাছে অবস্থানরত কিছু বানর পড়ে বসে আছে।
তখন লোকটির হঠাত্ মনে পড়ল যে অনেক দিন আগে তার বাবা তাকে এ সম্পর্কে একটি গল্প বলেছিলেন।
তাই গল্পের মতো লোকটি ও তার টুপি গুলো বানরের কাছ থেকে উদ্ধার করার জন্য তার নিজের মাথার টুপি বানরদের কে উদ্দেশ্য করে ছুরে মারল।
কিন্তু এ কী কান্ড ?? সব বানর গুলোর মধ্যে মাত্র একটি বানর নিচে নেমে এলো এবং সাথে সাথে লোকটির গালে চর মারল এবং বলল “ওরে বেকুব তোর বাপেই কী শুধু তোদের গল্প শোনায়?? আমাদের বাপেরা কী শোনায় না নাকি!
Jun 27