বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে এল রনি। মণি তাকে নিয়ে এল গলির মোড়ে। সেখানে দাঁড়িয়ে আছে এক ট্যাক্সি। দু’জনে উঠে পড়ল। ট্যাক্সি ছুটে চলল।
মণি বলল, আরে, আপনি আমাদের নিয়ে কোথায় চলেছেন? আমরা তো আপনাকে কিছুই বলি নি।
ড্রাইভার বলল, কোথায় যাবেন আমি জানি, এমনকি ভাড়াও পেয়ে গেছি।
– তাই নাকি? কে দিল?
– এক বুড়ো ভদ্রলোক।
Jul 26