পানিতে দ্রবনীয়

প্রথমবারের মত সমুদ্র দর্শনে বের হয়েছেন একজন পদার্থবিদ, একজন জীববিদ, এবং একজন রসায়নবিদ।

পদার্থবিজ্ঞানী সমুদ্র দেখলেন আর ইয়া বড় বড় সব ঢেউ দেখে মোহিত হয়ে গেলেন। ঢেউয়ের ফ্লুইড ডাইনামিক্সের উপর গবেষণা করার কথা চিন্তা করে সাগরে চলে গেলেন। যথারীতি তিনি ডুবে গিয়ে আর ফিরলেন না

জীববিজ্ঞানী বললেন, তিনি সমুদ্রের ফ্লোরা-ফনার উপর গবেষণা করবেন, কিন্তু তিনিও ঐ পদার্থবিদের মত সাগরে গিয়ে আর ফিরলেন না।

রসায়নবিদ করলেন কি…বহুক্ষণ ধরে বাকী দুইজনের জন্য অপেক্ষা করে শেষে পর্যবেক্ষণ লিখতে বসলেন, ”পদার্থবিজ্ঞানী এবং জীববিজ্ঞানী উভয়ই সমুদ্রের পানিতে দ্রবনীয়”

Leave a Reply

Your email address will not be published.