( নামের কোরবানি )

কোরবানির ঈদটা এলেই প্রভাবশালির সভাবটা যায় চেনা,
নিজের নামটা উপড়ে রাখতে বাজারের বড় গরুটা কেনা ।
গরু জবাই হলেই যাবে চার বেয়াইর বাড়ী চারটা রান,
হাড্ডি চবড়ি যাহা থাকিবে গরিব কে করবে দান ।
বেয়াইর বাড়ী রান না গেলে হবে সম্মান হানি,
যাহা হবার দেখবো পরে নামের কোরবানি ।
চামড়াটাও এতিম খানায় দান না করে বিক্রি করিবে,
প্রতি ঈদে লক্ষ টাকার জামা কাপর সবাই পরিবে ।
বিক্ষুক কে বিক্ষা দিতে পকেটে ডুকে না হাত,
গরিব দুখি রাস্তায় ঘুমায় মোহা সুখে তাদের কাটে রাত ।
কোরবানি দেয়া ফ্যাশন জাদের তাদের জন্য এই গীত,
গরিব ধনির মিলন মেলা সেই টাই আসল ঈদ ।

1 comment

    • MAHAMMAD FERDAWZ ALI on June 13, 2016 at 3:10 am
    • Reply

    সত্যিই ভাল…

Leave a Reply

Your email address will not be published.