প্রেমিকাঃ তুমি কি ধূমপান কর?
প্রেমিকঃ হ্যাঁ
প্রেমিকাঃ প্রতদিন কত প্যাকেট?
প্রেমিকঃ ৩ প্যাকেট।
প্রেমিকাঃ প্রতি প্যাকেট এর দাম কত করে?
প্রেমিকঃ ১০ ডলার।
প্রেমিকাঃ কতদিন ধরে তুমি ধূমপান করছ?
প্রেমিকঃ ১৫ বছর।
প্রেমিকাঃ তাহলে তুমি প্রতিদিন ৩০ ডলার করে মাসে ৯০০ ডলার আর প্রতি বছর ১০৮০০ ডলার ধূমপান করে নষ্ট করছ, আমি কি সঠিক?
প্রেমিকঃ সঠিক।
প্রেমিকাঃ তাহলে প্রতি বছর ১০৮০০ ডলার করে গত ১৫ বছরে তুমি ১৬২,০০০
ডলার ধূমপান করে নষ্ট করেছ, ঠিক?
প্রেমিকঃ ঠিক।
প্রেমিকাঃ তুমি কি জানো তুমি যদি এই ডলার গুলি ধূমপান না করে ব্যাংক এ জমিয়ে রাখতে তাহলে বিগত ১৫ বছরে যে ইন্টারেস্ট আসত তা দিয়ে তুমি একটি ফেরারি গাড়ি কিনতে পারতে!
প্রেমিকঃ তুমি কি ধূমপান কর?
প্রেমিকাঃ না।
প্রেমিকঃ তাহলে কোথায় তুমার ফেরারি?