একবার ৮১ বছরের এক বৃদ্ধ বিয়ে করল আঠার বছরের এক তরুণীকে। ১ বছর পরে তাদের একটা বাচ্চা হল। তো বৃদ্ধ বৌকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন জানতে, যে কীভাবে তাদেরসন্তান হল। তখন ডাক্তার তাকে এক গল্প শোনালেন- এক শিকারি একদিন বনে গেলেন বাঘ শিকার করতে। বাঘও চলে এলো একটা। তিনি বন্দুক তুলে নিলেন গুলি করতে, কিন্তু তিনি খেয়াল করলেন যে বন্দুকের বদলে তিনি ছাতা নিয়ে এসেছেন। কী আর করা, বাধ্য হয়ে ছাতা দিয়েই গুলি করলেন। বাঘও মরল। শুনে বৃদ্ধ অবাক হয়ে বললেন, এটা কি করে সম্ভব! ছাতা দিয়ে কি আর গুলি করা যায়? নিশ্চয়ই অন্য কেউ পাশ থেকে গুলি করেছে। ডাক্তার উত্তর দিলেন, আপনি ঠিকই ধরেছেন। অতএব আপনি এটাও বুঝতে পেরেছেন
যে বাচ্চাটা কীভাবে হলো…!
Jan 20
1 comment
Darun, durdanta jokes, ei rakom aroo chai. amar bangla font nei