কোন এক শহরে স্বামী,স্ত্রি এবং এক মেয়ে নিয়ে একটি পরিবার ছিলো ।
মেয়ের বয়স খুব কম তারা সবাই যখন রাতেরখাওয়া শেষ করত, তখন স্বামী তার বউকে বলতো চল করি
তার বউ একদিন বলছে মেয়ে বড় হচ্ছে তুমি এই কথা না বলে বলবা চল চিনি খাই ।
এই ভাবেই তারা চিনি খেতে লাগলো। তার কয়েক বছর পর একদিন মেয়েতার বাবাকে বলছে বাবা তোমরা প্রতিদিন যে চিনি খাও কাল রাতে আমিও সে চিনি খেয়েছি অনেক মাজা।
বাবা বললেন, তোমাকে চিনি কে খায়িছে ?
মেয়ে:আমদের কাজের ছেলে মতিনভাই বাবা অনেক মজা চিনি খেতে ।
বাবা তো এই কথা শুনে রেগে আগুন হয়ে গেলেনএবং কাজের ছেলেকে মারতে শুরু করলেন।
পাশের বাড়ির ভদ্রলোক বলেন কাজের ছেলেটাকে মারছেন কেন ভাই?
উত্তরে তিনি বললেন ওআমার চিনি চুরি করে খেয়েছে।
ঐ ভদ্র লোক বলেন সামান্য চিনির জন্য এত মারছেন!
উত্তরে তিনি বললেন ওআমার নতুন বস্তার মুখখুলে চিনি চুরি করে খেয়েছে!
Jun 20
1 comment
Great :yahoo: