চারজন কে বিয়ে করব।

ট্রেনে দুজন মেয়ে কথা বলছিল, তাদের
কেমন
স্বামী পছন্দ তাই নিয়ে।।
তাদের মধ্যে-
প্রথম মেয়ে: আমি আমার
স্বামী হিসাবে এমন
একজনকে চাই যে কোটিপতি হবে।
দ্বিতীয় মেয়ে: আর যদি সেরকম
স্বামী না পাস,
তাহলে কী করবি??
প্রথম মেয়ে: তাহলে, পঞ্চাশ লাখ টাকার
মালিক, এমন দুজন কে বিয়ে করব।
দ্বিতীয় মেয়ে: আর সেই রকম স্বামীও
যদি না পাস, তাহলে??
প্রথম মেয়ে তাহলে, পঁচিশ লাখ টাকার
মালিক,
এমন চারজন কে বিয়ে করব।
উপরের বার্থে শুয়ে থাকা পিকলু
এতোক্ষন সব
শুনছিল, এবার সে বলে উঠল…
.
এই যে দিদিভাই, আপনি প্রশ্নপর্ব
চালিয়ে যান,
এইভাবে নামতে নামতে যখন
একশো টাকায়
আসবে, আমাকে ডেকে দেবেন।

Leave a Reply

Your email address will not be published.