গ্রাম থেকে আসা একজন ভ্রমণকারীকে গাইড আগ্রা দুর্গ দেখাচ্ছেন।
পাঁচিলের আড়ালে এই যে ভাঙাচোরা সুড়ঙ্গটা দেখছেন এটা যমুনা ঘাট পর্যন্ত চলে গেছে।এক সময় বেগমরা এই গোপন সুড়ঙ্গ পথে স্নান করতে যেতেন।এখন এটা বন্ধ রাখা হয়েছে।
একটু আগে যে বললেন এটা দিল্লি পর্যন্ত চলে গেছে। এখন যমুনা পর্যন্ত বলছেন কেন?
উনি দিয়েছেন ৫০ টাকা। আপনি তো মাত্র ২৫ টাকা দিয়েছেন। একটু কম তো হবেই।