এক রাতের ভাড়া ৫,০০০

খুব লাজুক এক ছেলে এক রেস্টুরেন্ট এ
গিয়ে দেখল
এক খুব সুন্দরি মেয়ে একা বসে আছে সে সাহস
করে সেই মেয়ের কাছে গেল আর
বলল “ আপনি যদি কিছু মনে না করেন
আমি কি আপনার পাশে বসতে পারি??
মেয়ে চিৎকার করে উঠল “ আপনি আমাকে
কি মনে করছেন?? আমি আপনার
সাথে রাত কাটাবো !! ননসেন্স”
সাথে সাথে রেস্টুরেন্ট এর সবাই ছেলেটির
দিকে ঘুরে তাকাল আর সবাই কড়া চোখে তার
দিকে তাকাল সেটা দেখে ছেলেটি খুব ই বিব্রত
আর লজ্জিত হল
সে চুপচাপ গিয়ে অন্য এক টেবিল এ বসেপড়ল!!
কিছুক্ষণ পর মেয়েটি ছেলের কাছে গিয়ে
ফিস ফিস করে বলল“ আমি মনোবিজ্ঞানের
ছাত্রী
তাই বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে মানুষ
কেমন
আচরন করে সেটা নিয়ে গবেষণা করছি কিছু
মনে করবেন না !”
তখন ছেলে চিৎকার করে বলে
উঠলো “কি ??? ৫,০০০ টাকা…!!
তোমার মত মেয়ের
এক রাতের ভাড়া এত নাকি…!

Leave a Reply

Your email address will not be published.