এক ট্রেনে করে বল্টু আর এক চাইনিজ লোক কোথাও ভ্রমন করতে যাচ্ছিলো। তো তাদের সেই কামরায় হঠাৎ করে একটা তেলাপোকা ঢুকে পরে। চাইনিজ লোকটা সাথে সাথে সেই
তেলাপোকা ধরে কচকচ করে খেয়ে ফেলে। বল্টু তো দেখে অবাক। কিছুক্ষন যাবার পর আবার আরেকটা তেলাপোকা সেই কামরায় ঢুকে পরে। এবার বল্টু খপ করে সেই
তেলাপোকা ধরে ফেলে আর চাইনিজ লোকটাকে দেখিয়ে দেখিয়ে বলে, “একদাম বিশ টাকা! কিনবি?”
** বাঙালীতো !
বুদ্ধিতো হবেই!
Jan 17