ইন্টারভিউ

একটি মেয়ে রিসিপশনিষ্ট পদের জন্য ইন্টারভিউ দিতে গেলেন এবং তাকে প্রশ্ন করা হল তিনি কত বেতন চান। এর উত্তরে তিনি উত্তর দিলেনঃ “১,০০,০০০ (একলক্ষ টাকা) দিলেই
চলবে। ” সাথে সাথে প্রশ্নকর্ত তাকে বললেনঃ “আচ্ছা তাই কথা থাকল, ১,০০,০০০ টাকার সাথে ধানমন্ডিতে এবং গুলশানে একটা করে ফ্লাট, ২টা গাড়ী যার সকল খরচ আমাদের, ১০,০০০ টাকার মোবাইল বিল, সপ্তাহে মাত্র ১দিন ৪ ঘন্টা ডিউটি করলেই হবে।” এই শুনে তো ঐ মেয়ে মহা খুশি। বললঃ “স্যার আমিতো বিশ্বাসই করতে পারছিনা। এত কিছু? আচ্ছা স্যার বলেনতো আপনি মজা করছেন নাতো?” প্রশ্নকর্তা বললেনঃ “হ্যাঁ আমি মজাই করছিলাম, কিন্তু এই মজা করাটা আপনিই প্রথম শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published.