ইংরেজি শিখা।

এক লোক তার স্ত্রী ইংরেজী শিখতে বলেছে। স্ত্রীও ইংরেজি শিখার জন্য
চেষ্টা করতেছে। একদিন দুপুর বেলায়
সে তার স্বামীকে ভাত থেতে দিয়ে বলল যে এই নাওতোমার
ডিনার।
স্বামী : তুমি একটা গাধা। এখন দুপুর আর এটাকেডিনার বলেনা বলে লাঞ্চ ।
স্ত্রী : তুমি গাধা, তোমার চৌদ্দ গোষ্ঠী গাধা। এগুলো গতকাল রাতের বাসি ভাত দিয়েছি।
এইবার বুঝলে।

Leave a Reply

Your email address will not be published.