আবুল সাহেবের ছেলে তাকে বলছেঃ
আচ্ছা বাবা ধর, তুমি সকালে হাঁটতে বের হয়েছ, পার্কের নির্জন রাস্তায়
হেঁটে যাচ্ছ. . . . . .
এমন সময় তুমি দেখলে রাস্তারমাঝে একটা চকচকে নতুন
একশ টাকার নোট, একটা পুরনো পাঁচশ টাকার নোট আর
একটা আরও পুরনো এক হাজার নোট পড়েরয়েছে, তুমি কোনটা তুলে নেবে??
আবুল সাহেবঃ উম্ম্ম. . . . .
এক হাজার টাকার নোট, পুরনো হলেও টাকা তো টাকাই!!
ছেলেঃ এই জন্যই মানুষ তোমারে নিয়া জোকস বানায়!
তিনটাই তো নিতে পার!
1 comment
very nice