আবিষ্কারনামা ১. কোলবালিশ আবিষ্কার করেছেন যিনি তিনি আসলে অনেকগুলো বিয়ে করেছিলেন! আর এর থেকেই তিনি আসলে অনুধাবন করতে পেরেছিলেন, বউ থেকে কোলবালিশ উত্তম! কারণ কোলবালিশ পালতে কোন খরচই হয়না!
২. ফুটবল খেলা আবিষ্কার করেছেন যিনি..তিনি আসলে পরীক্ষার খাতায় বড় বড় গোল্লা পেতেন! আরে সহজ জিনিস ম্যান! ওমন বড় বড় গোল্লা পেতে পেতেইনা ওনার মাথায় গোল জিনিস দিয়ে গোল দেওয়ার ওই খেলার আইডিয়াটা আসলো!
৩. পৃথিবীতে সবচেয়কর্মঠ ব্যাক্তি হচ্ছেন তিনি যিনি ঘড়ির এলার্ম আবিষ্কার করেছেন! আর পৃথিবীতে সবচেয়ে ফাঁকিবাজ ব্যাক্তি হচ্ছেন তিনি যিনি ঘড়ির এলার্ম বন্ধ করার সুইচ আবিষ্কার করেছেন!
Jul 11