বিল্টু গ্রামে তার মায়ের কাছে ফোন করেছে…
বিল্টুঃ মা, একটা সুখবর আছে।
মাঃ বলিস কি! তাড়াতাড়ি বলে ফেল।
বিল্টুঃ এখন থেকে আমরা দুই জন থেকে তিন জন
হয়ে গেছি, মা।
মাঃ এই সুখবরটা এত দেরিতে বললি কেন?
তা ছেলে না মেয়ে হয়েছে রে?
বিল্টুঃ ওসব কিছু না। আমার বউ
আরেকটি বিয়ে করে ফেলেছে, মা!