Tag: শাড়ীটা

শাড়ীটা বদলাতে

এক চোর একটি দোকান থেকে একটি শাড়ী চুরী করে, ২য় দিন আবার সেই দোকানে এসে ধরা পড়ে

দোকানদ্বারঃ তোমার সাহস তো কমনা, গতকাল শাড়ী চুরী করে আজ আবার এসেছো চুরী করতে?

চোরঃ না আমি চুরী করতে আসি নাই।

দোকানদ্বারঃ তবে কেন এসেছো।

চোরঃ আমি গতকাল যে শাড়ীটা নিয়েছিলাম, তা আমার বৌ এর পছন্দ হয় নাই,

তাই আজ এসেছিলাম শাড়ীটা বদলাতে।