Tag: মরে

আমি না খেয়ে মরে যাইনি!!!

বসঃ যেদিন
থেকে আমি তোকে চাকরি থেকে
বরখাস্ত করেছি,
সেদিন থেকে প্রতিদিন তুই আমার
বাড়ির
সামনে পায়খানা করিস! কারন কি?
তোকে পুলিশে দেয়া উচিত!
.
.
.
.
.
.
.
বল্টুঃ স্যার, আমি শুধু আপনাকে এতটুকু
মনে করিয়ে দিতে চাই
যে, বরখাস্ত করেছেন
বলে আমি না খেয়ে মরে যাইনি!!!

আমারটাও তো মরে গিয়েছিলো!’

সুমন আর জুমন, দুই আধুনিক চাষী, গরু চাষ করে তারা।

সুমন একদিন এসে জুমনকে বলছে, ‘দোস্ত, তোর একটা গরুর খুব জ্বর হয়েছিলো গতমাসে, কী করেছিলি বল তো?’

জুমন বললো, ‘তারপিন খাইয়েছিলাম।’

সুমন ধন্যবাদ জানিয়ে চলে গেলো।

হপ্তাখানেক বাদে আবার দুজনের দেখা। সুমনের মুখ কালো। সে গম্ভীর গলায় বললো, ‘ইয়ে দোস্ত, তোমার একটা গরুর খুব জ্বর হয়েছিলো গতমাসে, কী যেন খাইয়েছিলে?’

‘তারপিন।’ বললো জুমন।

সুমন রাগে ফেটে পড়লো, ‘আমি আমার গরুটাকে তারপিন খাওয়ানোর পর সেটা মরেই গেছে!’

জুমন চমকে উঠলো, ‘আরে, কী আশ্চর্য! আমারটাও তো মরে গিয়েছিলো!’