এক দাওয়াতের অনুষ্ঠানে এক বাংলাদেশী ও এক আমেরিকান খেতে বসেছে।তো সেই দাওয়াতের অনুষ্ঠানে সোনার চামচ দেয়া হয়েছিল সবাইকে খাওয়ার সময় ব্যবহার করার জন্য।হঠাৎ আমেরিকানটা খাওয়ার মাঝখানে খুব সাবধানে নিজের প্যান্টের পকেটে একটা সোনার চামচ লুকিয়ে ফেললো।শুধু বাংলাদেশীটা এটা দেখল,কিন্তু কিছু বলল না।খাওয়া শেষে সবাই গল্প করছে।হঠাৎ বাংলাদেশীটা বলল,সে একটা ম্যাজিক দেখাবে।ম্যাজিক দেখতে সবাই তার চারপাশে এসে ভিড় করে দাড়ালো।তখন বাংলাদেশীটা একটা সোনার চামচ চাইল একজনের কাছ থেকে।সেই বাড়ির মালিকের ছেলে তাকে একটা সোনার চামচ এনে দিল।বাংলাদেশীটা সেই সোনার চামচটা তার নিজের প্যান্টের পকেটে ঢুকাল এবং আমেরিকানটাকে কাছে ডেকে এনে তার পকেট থেকে সোনার চামচ বের করল।সবাই খুব জোরে তালি দিয়ে ওঠল….আর আমেরিকানটা
Tag: বাংলাদেশী
Nov 08
ইজিপ্ট ও বাংলাদেশী
একবার ইজিপ্ট ও বাংলাদেশী ছাত্রদের মধ্যে ভয়ানক তর্ক বেধেছিলো । কোন দেশের সভ্যতা তুলনায় বড় ছিল । ইজিপশিয়ন ছাত্রটি বলল – কায়রোর কাছে একটা বাগানে কুয়ো খুড়তে খুড়তে সাতশো ফুট গভীরে পাথরের স্থরের মধ্যে কি পাওয়াগিয়েছিলো জান?
বাংলাদেশী ছাত্রঃ কি?
ইজিপশিয়ন ছাত্রঃ তামা আর ইস্পাতের এক গাদা তার
বাংলাদেশী ছাত্রঃ তাতে কি প্রমানিত হলো
ইজিপশিয়ন ছাত্রঃ ইজিপ্টের পুরানো সভ্যতা এত উন্নত ছিল তাই প্রমানিত হচ্ছে নাকি ?
বাংলাদেশীঃ তার মানে ?
ইজিপশিয়ান ছাত্রঃ আমাদের সেই অতি প্রাচীন ইজিপ্টে টেলিগ্রাফ ছিল ।
বাংলাদেশী ছাত্রঃ আমাদের দেশেও রাজশাহীর কাছে একটি কুয়ো খোড়া হয়েছিলো হাজার ফুটের বেশী গভীরে গিয়ে ফাটিয়ে কিছুই পাওয়া গেল না ।
ইজিপশান ছাত্রঃ তাতে কি প্রমান হলো?
বাংলাদেশী ছাত্রঃ বাংলাদেশের পুরানো সভ্যতার চেয়ে কত বেশি উন্নত ছিল উন্নত ছিল তাই প্রমানিত হলো।
ইজিপশিয়ান ছাত্রঃ তার মানে ?
বাংলাদেশী ছাত্রঃ তার মানে আমাদের সেই অতি প্রাচীন ভারতে বেতার ছিলো।