অফিস থেকে বাসায় ফেরার পথে জনৈক ব্যক্তি একটা রোবট কিনে নিয়ে গেলেন। সত্য-মিথ্যা যাচাইকারী রোবট। মিথ্যা বললে আঘাত করে বুঝিয়ে দেয় এটা মিথ্যা। বেশ খানিক পরে তার ছেলে বাসায় আসল।
বাবা : এতক্ষন কোথায় ছিলে?
ছেলে : স্কুল ছুটির পর একটু বন্ধুর বাড়িতে গিয়েছিলাম।
রোবটটি ঠাস করে মারল এক চড়।
বাবা : তুমি মিথ্যে বলছ। সত্য করে বল কোথায় গিয়েছিলে?
ছেলে : সিনেমা দেখতে গিয়েছিলাম।
বাবা : কি সিনেমা দেখেছ?
ছেলে : বেদের মেয়ে জোছনা।
আবারো রোবট চড় মারল।
বাবা : তুমি আবারো মিথ্যা বললে। সত্য করে বল কি সিনেমা দেখেছ?
ছেলে : নাইট কুইন।
ঠাস ঠাস শব্দে রান্নাঘর থেকে ছেলের মা হন্তদন্ত হয়ে ছুটে এলেন।
মা : না হয় একটা ছবিই দেখেছে। তাই বলে এমন করে মারতে হবে নাকি?? এ বয়সে তো মানুষ কত কিছুই দেখে। তোমারই ত ছেলে।
এবার রোবট মহিলাকে চড় মারল।