গোপালভারের বুদ্ধির কথা সারা দেশে ছরিয়ে পরল|ঐ দেশের রাজা ঠিক করল গোপালকে এবার জবদ করতে হবে|তাই সে তার ৭ জন প্রজাদের ডেকে সবার হাতে একটি করে ডিম হাতে দিয়ে বলল ডিম গুলো লুকিয়ে রাখতে|এমন সময় সেখানে গোপাল আসলো| গোপালকে দেখে রাজা গোপাল ও ঐ সাত প্রজাদের উদ্দেশ্যে একটি পুকুর দেখিয়ে ঘোষনা করলো :তোমরা সবাই এই পুকুরে ঝাপ দিয়ে একটি করে ডিম তুলে আনবে| যে না পারবে বুঝতে হবে যে সে অপয়া, মায়ের জারজ সনতান|কি আর করা রাজার কথামত সাবাই পানিতে ঝাপ দিলো|ওদের কাছে আগেই ডিম দেয়া হয়েছিলো তাই ৭ প্রজা নিস্চিন্তে পানিতে ঝাপ দিলো |কিছুখনপর সাবাই নিজেদের কাছে লুকানো ডিম নিয়ে ফিরে আসলো কিনতু গোপাল আসলো খালি হাতে |গোপালের হাত খালি দেখে রাজা বলে উঠলো তোমার হাতে ডিম নেই তারমানে তুমি….. রাজার কথা শেষ হয়ার আগেই গোপাল বলে উঠলো ,’এখানে যেকয়জন আছে সবাই মাইগ্গা হাস (মেয়ে হাস) একমাএ আমিই মর্দা হাস (ছেলে হাস)|গোপালের কথায় রাজা হেসে উঠলো বুঝলো গোপালকে হারানো এত সহজ না|
                
                                                                

