একবার এক বাড়িতে এক প্রতিবেশী অতিথী এলো প্রতিবেশি বেশ পেটুক সে দিন যা রান্না হয়েছিলো তার সবই সে একা খেয়ে ফেললো । বাড়ির লোকজনদের জন্য কিছুই অবশিষ্ট রইল না । এমনকি বাচ্চা ছেলেটার জন্যও নয়, সে কাদতে বসে গেল । তাকে কাদতে দেখে মা বলল , এতো তাড়াতাড়ি কাদিস না । দাড়া অথিতি চলে যাক তারপর আমরা সবাই মিলে কাদব।