এক দাওয়াতের অনুষ্ঠানে এক বাংলাদেশী ও এক আমেরিকান খেতে বসেছে।তো সেই দাওয়াতের অনুষ্ঠানে সোনার চামচ দেয়া হয়েছিল সবাইকে খাওয়ার সময় ব্যবহার করার জন্য।হঠাৎ আমেরিকানটা খাওয়ার মাঝখানে খুব সাবধানে নিজের প্যান্টের পকেটে একটা সোনার চামচ লুকিয়ে ফেললো।শুধু বাংলাদেশীটা এটা দেখল,কিন্তু কিছু বলল না।খাওয়া শেষে সবাই গল্প করছে।হঠাৎ বাংলাদেশীটা বলল,সে একটা ম্যাজিক দেখাবে।ম্যাজিক দেখতে সবাই তার চারপাশে এসে ভিড় করে দাড়ালো।তখন বাংলাদেশীটা একটা সোনার চামচ চাইল একজনের কাছ থেকে।সেই বাড়ির মালিকের ছেলে তাকে একটা সোনার চামচ এনে দিল।বাংলাদেশীটা সেই সোনার চামচটা তার নিজের প্যান্টের পকেটে ঢুকাল এবং আমেরিকানটাকে কাছে ডেকে এনে তার পকেট থেকে সোনার চামচ বের করল।সবাই খুব জোরে তালি দিয়ে ওঠল….আর আমেরিকানটা
Tag: আমেরিকান
Nov 08
বাংলাদেশি এবং আমেরিকান
এক আমেরিকান এক বাংলাদেশি লোককে তার দেশে ডেকে নিয়ে ৪০ ফুট গরত কোরে এক টুকরা তার বের কোরে বলল দেখ আমাদের দেশ এ ৪০০ বছর আগে কেবল নেটওয়াক ছিল। তখন বাংলাদেশি তাকে বাংলাদেশে ডেকে ৪০ ফুট গরত কোরে বলল দেখ কিছু দেখতে পাও? আমেরিকান বলল না। তখন বাংলাদেশি তাকে বলল ৪০০ বছর আগে আমাদের দেশে ওয়ারলেস নেটওয়াক ছিল।