Tag:

নান ও সৈনিক

এক সৈন্য ছুটতে ছুটতে এসে হাজির এক নানের কাছে।

“সিস্টার, আমাকে খুঁজছে এক দুষ্ট পুলিশ। আমাকে বাঁচান!” বললো সে।

“ঈশ্বর তোমার মঙ্গল করুন, বাছা! তা আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি?” খোনা গলায় বললেন নান।

“আমি কি আপনার এই ঢোলা আলখাল্লার নিচে লুকাতে পারি?” জানতে চাইলো সৈন্য।

“নিশ্চয়ই।” সায় দিলেন নান। সৈন্য হামাগুড়ি দিয়ে তাঁর আলখাল্লার নিচে ঢুকে পড়লো।

খানিকক্ষণ বাদেই এক পুলিশ ছুটতে ছুটতে এসে হাজির।

“সিস্টার, এদিক দিয়ে কোন সৈন্যকে যেতে দেখেছেন?”

“হ্যাঁ বাছা। সে তো ওদিকে চলে গেলো ছুটতে ছুটতে।”

পুলিশ ধন্যবাদ জানিয়ে নানের দেখানো দিকে ছুটতে ছুটতে চলে গেলো।

আলখাল্লার নিচ থেকে বেরিয়ে সৈন্য বললো, “সিস্টার, আপনি আমাকে বাঁচালেন। আমি যুদ্ধে যেতে চাই না, কিন্তু ব্যাটারা আমাকে জোর করে পাঠাবেই!”

নান বললেন, “ঠিক আছে বাছা, ঈশ্বর তোমার মঙ্গল করুন।”

সৈন্য বললো, “ইয়ে, সিস্টার, একটা কথা আপনাকে বলা দরকার। আলখাল্লার নিচে বসে দেখলাম কি না। দারুণ একজোড়া ঊরু আপনার!”

নান বললেন, “বাছা, আরেকটু ওপরে খেয়াল করলে দারুণ একজোড়া অন্ডকোষও দেখতে পেতে। আমিও যুদ্ধে যেতে চাই না

ইজিপ্ট ও বাংলাদেশী

একবার ইজিপ্ট ও বাংলাদেশী ছাত্রদের মধ্যে ভয়ানক তর্ক বেধেছিলো । কোন দেশের সভ্যতা তুলনায় বড় ছিল । ইজিপশিয়ন ছাত্রটি বলল – কায়রোর কাছে একটা বাগানে কুয়ো খুড়তে খুড়তে সাতশো ফুট গভীরে পাথরের স্থরের মধ্যে কি পাওয়াগিয়েছিলো জান?
বাংলাদেশী ছাত্রঃ কি?
ইজিপশিয়ন ছাত্রঃ তামা আর ইস্পাতের এক গাদা তার
বাংলাদেশী ছাত্রঃ তাতে কি প্রমানিত হলো
ইজিপশিয়ন ছাত্রঃ ইজিপ্টের পুরানো সভ্যতা এত উন্নত ছিল তাই প্রমানিত হচ্ছে নাকি ?
বাংলাদেশীঃ তার মানে ?
ইজিপশিয়ান ছাত্রঃ আমাদের সেই অতি প্রাচীন ইজিপ্টে টেলিগ্রাফ ছিল ।
বাংলাদেশী ছাত্রঃ আমাদের দেশেও রাজশাহীর কাছে একটি কুয়ো খোড়া হয়েছিলো হাজার ফুটের বেশী গভীরে গিয়ে ফাটিয়ে কিছুই পাওয়া গেল না ।
ইজিপশান ছাত্রঃ তাতে কি প্রমান হলো?
বাংলাদেশী ছাত্রঃ বাংলাদেশের পুরানো সভ্যতার চেয়ে কত বেশি উন্নত ছিল উন্নত ছিল তাই প্রমানিত হলো।
ইজিপশিয়ান ছাত্রঃ তার মানে ?
বাংলাদেশী ছাত্রঃ তার মানে আমাদের সেই অতি প্রাচীন ভারতে বেতার ছিলো।

প্রাণ বাচিঁয়ে ও হিরো

১ম জনঃ তুমি যখন পুকুরে ডুবে যাচ্ছিলে তখন তুমি তোমার প্রতিবেশিকে ডাকো নি কেন?
২য় জনঃ কখন ও না । আমি মরে গেলে ও আমি ডাকব না,আমি চাই না আমার আমার প্রাণ বাচিঁয়ে ও হিরো হয়ে যাক ।

 

চাঁদ ও সমস্যা

প্রশ্ন: চাঁদে একজন রাজাকার | এর মানে কী?
উত্তর: সমস্যা ।

প্রশ্ন: চাঁদে দু’জন রাজাকার ।এর মানে কী?
উত্তর: মহা সমস্যা ।
প্রশ্ন: গোটা রাজাকার সমাজ চাঁদে । এর মানে কী?
উত্তর: পৃথিবীতে সমস্যার সমাধান!

ইংরেজি ও আরবি

ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো, বল তো “ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল” এর ইংরেজি কি হবে?

: এটার ইংরেজি পারি না স্যার | আরবিটা পারি |
: আরবিটা পার?  ঠিক আছে বল |
: ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন