ফ্রি “Wife

কক্সবাজার বেড়াতে গেছে ।রাতেরবেলা সে তার হোটেলের ম্যানেজাররে বলতাছে —
বল্টুঃ স্যার, হোটেল ভাড়া নেওয়ার সময় আমারে বলা হইছে ফ্রি “Wife” দেওয়া হইব । এখনো তো পাইলামনা।
ম্যানেজারঃ স্যার, আসলে আপনি শুনতে ভুল করছেন । এইটা ফ্রি “Wife” না, এইটা হইলো…

ফ্রি Wi-Fi।

বিয়ে না করাই ভালো

স্ত্রী: ওগো শুনছ, আমার কিছু জিনিস প্রয়োজন।

স্বামী: কী?

স্ত্রী: ছেলেমেয়ে আর আমার জন্য পাঁচ সেট জামা। বিছানার চাদর, কিছু নতুন চেয়ার, একটা ফ্রিজ, একটা এলসিডি টিভি, ছেলের জন্য একটা মোবাইল, মেয়ের জন্য গয়না..

স্বামী: সে ক্ষেত্রে আমারও কিছু জিনিস প্রয়োজন।
স্ত্রী: কী?

স্বামী: একটা বন্দুক, একটা মুখোশ আর শহরের একটা ব্যাংকের পুরো নকশা.

ফাসি দেওয়া যাবেনা

এক শিক্ষক ছাত্র কে বলছেন, বল তো বল্টু। মহাশুন্যে কি করা যায় না?

বল্টুঃ ফাসি দেওয়া যায় না.

অভার টাইম

এক লোক ইন্টারভিউ দিবে।

প্রশ্নঃ আপনার বয়স কত?

উত্তরঃ জি ৩ না না ৩০ বছর

প্রশ্নঃ আগে কোনো চাকরি করেছেন?

উত্তরঃ জি করেছি।

প্রশ্নঃ কত বছর?

উত্তরঃ ৩৫ বছর।

প্রশ্নঃ কিভাবে সম্ভব? আপনার তো ৩০ বছর।

উত্তরঃ বুঝেন নাই, ওভার টাইম করেছি.

কী অদ্ভুদ

এক বাক্তি রক্ত নিয়া গবেষক। তিনি গবেষনা করেছে এবং তার ফলাফল লোকদের জানাবেন। তখন গবেষক এক উপস্থিত সভাতে বললেন রক্ত এক প্রকার তরল জাজক কলা। সেই শুনে এক লোক বলল তাইলে স্যার, কলা খাইলে রক্ত বারে আর মাইনসে কয় লাল শাক খাইলে রক্ত বাড়ে। হুদাই মিছা।

তখন গবেষক বললনারে গাধা অই কলা সেই কলা না সেই কলা অই কলা না। এইটাই তো আমার গবেষনা।