উকিল সাহেব হস্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন অনেক আগেই । উকিল গিন্নী অবাক হয়ে বললেন কোন দিকে চাদ উঠল আজ । এত সকাল সকাল সাহেব যে বাড়ী চলে এলেন । সে কথা পরে বলছি , উকিল সাহেব বললেন আগে তোমার যাবতীয় কাপড় চোপড় আর গহনাগুলো শিগরীর তোমার বাপের বাড়ীতে রেখে আসোগে ।
আরো অবাক হয়ে গিন্নি বললেন ওমা সে কি কেন ?
আজ এক অতি কুখ্যাত চোরকে বেকুসুর খালাস দিয়ে এসেছি । সে নাকি সন্ধার পর কৃতজ্ঞতা জানাতে হবে ।
Nov 07
কৃতজ্ঞতা জানাতে হব
Nov 07
বিয়ে
জাদরেল উকিল -আপনি বিয়ে করেছেন তো
-আজ্ঞে হ্যা করেছি ।
-কাকে বিয়ে করছেন ?
– এক…একজন মেয়েকে
– রাবিস সেটাও বলতে হয় । কখনো শুনেছো কেউ কোন ছেলেকে বিয়ে করেছে শুনেছো?
– আজ্ঞে হ্যা আমার বোন করেছে ।
Nov 07
আমি তো বেচে আছি
উকিলঃ সেকি ম্যাডাম ? আপনার স্বামী তো পাচ বছর আগে মারা গেছেন । তাহলে চার বছরের আর একটি দুবছরের বাচ্চা এলো কোথা থেকে ?
ভদ্রমহিলা রাগের স্বরেঃ তা আমি তো বেচে আছি না কি?
Nov 07
চরিত্র আবৃস্কিত
প্রথম উকিল ঃ আপনি একটি নিবোধ ।
দ্বিতীয় উকিলঃ আপনি একটি মিথ্যাবাদী।
প্রথম উকিলঃ আপনি একটা গাধা ।
বিচারক ঃ আমি অনুমতি দিচ্ছি , যতক্ষন না আপনাদের দুজনের চরিত্র আবৃস্কিত হয় ততক্ষন ঝগড়া চালিয়েই যবেন থামবেন না ।
Nov 07
তোমার বাপকেও না
ফিলিপ তার ছেলেকে উনুনের ওপর বসিয়ে দিয়ে ঠিক যে মুহুতে ছেলেটি লাফ মারলো বাবা এক পা সরে দাড়ালো। ছেলেটি মাথা গুজে পড়লো মাটিতে
এ থেকেই তুমি একটা একটা শিক্ষা পাবে , বললো ফিলিপ – কাউকে বিশ্বাস করবেনা । এমন কি তোমার বাপকেও না।


