দাদুঃ কিরে নাতি,নারকেল গাছে উঠে কি দেখেসিস ?
নাতিঃ ঢাকা কলেজ এর আপু কে দেখেছি ।
দাদুঃ দু হাত ছেড়ে দে,মেডিকেল কলেজ এর মেয়ে ও দেখতে পাবি ।
Sep 06
নারকেল গাছে মেয়ে
Sep 06
পাছায় একটা চুমো দিও
জলিল রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। এক পিচ্চি তাকে প্রশ্ন করল,” কয়টা বাজে?” পৌনে তিনটা।
তিনটা বাজলে আমার পাছায় একটা চুমো দিও। এই কথা বলেইপিচ্চি দিয়েছে দৌড়।
জলিল ভাইয়ে রেগে গিয়ে তার পিছে পিছে দৌড়াচ্ছে। পথে শাকিব খানের সাথে ধাক্কা খেল।
শাকিব খানঃ কিরে দোস্ত, দৌড়াস কেন ??
আরে হালার পিচ্চি কয় তিনটা বাজলে ওর পাছায় চুমু খেতে ।- এই জন্য দৌড়াচ্ছিস!!
শাকিব খানঃ এত তাড়াহুড়া কিসের শুনি?? তিনটা বাজতে এখনো দশ মিনিট বাকি।
Aug 30
গরীবদের রচনা
বিরাট ধনীর আদুরে কন্যা পরীক্ষার হলে গিয়ে দেখল গরীবদের ওপর রচনা লিখতে হবে ।
সে লিখতে শুরু করল : এক দেশে একটি খুবই গরীব পরিবার ছিল । বাবা গরীব , মা গরীব , বাচ্চারাও গরীব । বাড়িতে ৪ জন কাজের লোক ছিল , তারাও গরীব। তাদের BMW গাড়িটাও ভাঙ্গাচোরা ছিল । বাচ্চাদের ছিল পুরনো আইফোন মোবাইল । বাড়িতে ছিল মাত্র ৪টা সেকেন্ড হ্যান্ড এসি । পুরোপরিবারটা সত্যিকা অর্থেই গরীব । আসলেই গরীব ।
Aug 30
টাকা পয়সার ব্যাপারে no ছাড়।
মহিলা: কি চাই ?কাকে দরকার ?
লোক: আপনার স্বামীকে দরকার | উনি কি ঘরেআছেন ?
মহিলা: কেন, কি দরকার শুনি ?
লোক: না, মানে,, সামান্য কিছু টাকা….
মহিলা: নেই, সাহেব বাড়িতে নেই | গতরাতে তিনি লন্ডন গিয়েছেন |
লোক: ওনার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম |সেটা সোধ করতে এসেছি |
মহিলা: কাল লন্ডন গিয়েছিলেন, তবে আজই সকালে ফিরেছে…..
Aug 28
পেছন থেকে জড়িয়ে ধরবেনা
স্ত্রী : এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবেনা । বুঝেছ ?? এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল : “হ আফা ! আফনেই বুঝান তারে । আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি ।