১ম বন্ধু : আমার আব্বা বড় যাদুকর । আমার আব্বা একটা বাঁশের এক প্রান্ত দিয়া ঢোকে, আর আরেক প্রান্ত দিয়া বের হয় ।
২য় বন্ধু : তোর আব্বা আর কি যাদুকর , আমার আব্বা তোর বাপের থেকে বড় যাদুকর “আমার আব্বা রাত্রে মায়ের ঘরে ঘুমায় আর সকালে খালার ঘর থেকে বের হয় “
May 09
খালার ঘর থেকে বের হয়।
May 09
মেয়েরা হল।
১৮ বছরের মেয়েরা হল ফুটবলের মত। পেছনে ২২ জন দৌড়ায়।
২৮ বছরের মেয়েরা বাস্কেটবলের মত। পেছনে ১০ জন থাকে ।
৩৮ বছরের মেয়েরা গলফ বলের মত। একজনই পেছনে থাকে ।
আর ৪৮ বছরের মেয়েরা টেবিল টেনিস বলের মত। এ বলে তুই নে ও বলে তুই নে।
May 09
এক সুন্দরী মহিলা লিফট চাইল
আপনি সুন্দর একটি লাল গাড়ী নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন,পথে এক সুন্দরী মহিলা লিফট চাইল,আপনি খুশী মনে লিফট দিলেন, রাস্তায় বেচারী মহিলার শরীর খারাপ হল,
…
শুরু হল আপনার টেনশন—
যাক এত সুন্দর গাড়ীকে এম্বুলেন্স বানিয়ে মহিলারে হাসপাতালে নিয়ে গেলেন।
ডাক্তার বলল – জনাব আপনি বাবা হতে চলেছেন…
আপনার শুরু হল আরেক টেনশন … …
আপনি বললেন আপনি এ সুন্দরী মহিলার বাচ্চার বাপ না। কিন্তু সুন্দরী মহিলা বলে – না আপনিই তার বাচ্চার বাপ।
আহারে আরেক টেনশন … …
অবশেষে পুলিশ আসলো। আপনার মেডিকেল চেকআপ করা হল। রিপোর্ট এলো আপনার বাবা হবার ক্ষমতাই নাই।
কি মারাত্নক টেনশন… …
আপনি আল্লাহর হাজার শুকরিয়া আদায় করলেন বিপদ থেকে বাঁচার জন্য। অবশেষে ঘরে এলেন, কিন্তু আপনার মাথায় ঢুকল আরেক টেনশান। মেডিকেল রিপোর্ট কয় আপনার বাবা হবার ক্ষমতাই নাই। তাহলে ঘরে এত বাচ্চা কই থাইকা আসলো?
May 07
মেন্টাল হসপিটাল
এক পাগল অনেক দিন ধরে এক মেন্টান হসপিটাল এ চিকিৎসাধীন। এক দিন পাগলটি এক লোককে পানিতে পরে ডুবে যেতে দেখে তাকে পানি থেকে টেনে তুলল। এ ঘটনা এক ডাক্তার দেখে মনে মনে ভাবল যে পাগল মানুষের প্রান বাচাঁতে পারে সে নিশ্চয় আর পাগল নেই। সে সুস্থ্য হয়ে গেছে।
এই ভেবে সে পাগলকে তার চেম্বারে ডেকে পাঠলো। ডাক্তার পাগল কে বলল, আমার মনে হয় তুমি সুস্থ্য হয়ে গেছ এবং আমরা তোমাকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় এক নার্স এসে খবর দিল, পাগলটি যে লোককে বাচিয়েছিল, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে
এ কথা শুনে ডাক্তার পাগল কে বলল, দেখ, খুবই দুঃখের কথা যে তুমি যে লোককে বাচিয়েছিল, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
তখন পাগটি বলল, লোকটি তো মরেনি, সে পানিতে বিঝে গিয়েছিল তো, তাই তাকে রোদে শুকাতে দিয়েছি


