SMS

গার্লফ্রেন্ডের পরপর ২ SMS-এ বয়ফ্রেন্ডের পরপর ২ বার HEART ATTACK!!!
প্রথম SMS:
“চলো আমাদের রিলেশন ভেঙ্গে দেই। আমি তোমার প্রতি মন থেকে আগের মত আর FEELINGS পাচ্ছি না!”
দ্বিতীয় SMS:
“সরি! সরি!!
আগের sms টা তোমার জন্য ছিল না!!”

বাঙ্গালীরা প্রতি বছর নোবেল পায়

১ম বন্ধু: বাঙ্গালিরা নোবেল পায় না কেন?
২য় বন্ধু: কে বলেছে পায় না? প্রতি বছরই তো পায়!
১ম বন্ধু: কীভাবে?
২য় বন্ধূ: প্রতিযোগিতায় কোনো বেল পায় না, এটাই তো নোবেল !

সাহেবের সাথে বেড রুমে

বল্টু তার বউ-কে কুমিল্লা থেকে ফোনকরল.ফোনটা এক চাকর ধরল-
চাকর : হ্যালো.
বল্টু : ম্যাম সাহেবকে ফোনটা দে.
চাকর : কিন্তু ম্যাম সাহেব তো সাহেবের সাথে বেড রুমে ঘুমাচ্ছে.
বল্টু : মানে?? সাহেব তো আমি.
চাকর : আমি এখন কি করব??
বল্টু : দুইজনকে-ই গুলি করে মেরে ফেল ৫ লাখ টাকা দিব. চাকর দুইজন- কে গুলি করে মারার পর,
চাকর : সাহেব, লাশ ২টা এখন কি করব??
বল্টু : লাশ ২টা বাড়ির পিছনের swimming pool এ ফেলে দে.
চাকর : কিন্তু সাহেব, বাড়ির পিছনেতো কোন swimming pool নেই.
বল্টু : নেই??? ওহ sorry তাহলে wrong number!!

আর পারছি না সোনা।

মেয়েঃ জান আর না।
এইবার ঘুমাতে দাও না। সারারাত তো করলা।
ছেলেঃ আজকে কোনো থামাথামি নাই সারারাত চলবে।
মেয়েঃ আর পারছি না সোনা। আর কত?
ছেলেঃ এতেই tired হয়ে গেছ। মাত্র তো ২০০ বার করলাম।
মেয়েঃ আজকের মত ছেড়ে দাও না জান।
ছেলেঃ OK আর ৫০ টা sms করবো। FREE SMS পাইছি , আজকেই শেষ করতে হবে।

কোনও কাজই তুচ্ছ নয়

ছোট্ট বাবুর ক্লাসে নতুন শিক্ষিকা মিস মিলি এসেছেন। তিনি প্রথমেই সকলের সঙ্গে পরিচিত হবেন।
কাজেই বাচ্চাদের দিকে তাকিয়ে মিষ্টি করে বললেন, ‘ছোট্ট সুজি, তোমার বাবা মা কী করেন?”
আমার বাবা একজন বিজ্ঞানী, আর মা একজন ডাক্তার।
‘মিষ্টি হেসে মিস মিলি বললেন, ‘ছোট্ট টুনি, তোমার বাবা মা কী করেন?’

‘আমার বাবা একজন শিক্ষক, আর মা একজন উকিল।’

‘বাহ! ছোট্ট বাবু, তোমার বাবা মা কী করেন?’

বাবু বলল, ‘আমার বাবা মারা গেছেন, আর মা একজন পতিতা।’

মিস মিলি রেগে আগুন হয়ে প্রিন্সিপালের কাছে পাঠালেন বাবুকে। মিনিট পাঁচেক পর ছোট্ট বাবু ফিরে এল।

‘তুমি প্রিন্সিপালকে বলেছ, তুমি আমার সঙ্গে কেমন আচরণ করেছ?’

‘জ্বি মিস।’ বলল বাবু।

‘তিনি কী বললেন?’

‘বললেন, আমাদের সমাজে কোনও কাজই তুচ্ছ নয়। তারপর আমাকে একটা আপেল খেতে দিলেন, আর বাসার ফোন নাম্বার লিখে রাখলেন।’