গুরা গুরা

এক ছাত্র আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে তার শিক্ষক জিজ্ঞাসা করছেন-

শিক্ষকঃ বল তো বাবা, Horse মানে কী?

ছাত্রঃ গুরা। শিক্ষকঃ গুরা!! আচ্ছা, Turn মানে কী?

ছাত্রঃ গুরা।

শিক্ষক কিছুটা রেগে বললোঃ তাহলে Powder মানে কী?

ছাত্রঃ গুরা।

শিক্ষক পুরো রেগে গিয়ে বললোঃ সব কিছুই কি ‘গুরা’ নাকি?

ছাত্রঃ না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষেরটা গুরা গুরা।

একটু বেশিই অশ্লীল!!!

তিন মহিলা গল্প করছে-
১ম মহিলা: রাতে যখন আমরা মজা করি তখন আমার স্বামী আমার নিচ দিয়ে পুরো হাত ঢুকিয়ে দেয়।

২য় মহিলা: এইটা কোন ব্যাপার হল? আমার স্বামীতো আস্ত পা’টাই ঢুকিয়ে দেয়।

দুই মহিলার কথা শুনে তৃতীয় মহিলা বিরক্ত হয়ে দুই হাত দিয়ে শাড়ী উপরে তুলে বলল, “এই শুনছ! একটু বেরিয়ে এসতো!”

আপনি ভূত

বল্টু আর হাবলু কবরস্থানে তাদের আত্মীয়ের
কবরে প্রার্থনা করে ফিরছিলো। এমন সময়
পাথরে পাথরে ঘষার কর্কশ আওয়াজ
শোনা গেলো। ভয়ে দুই বন্ধুর প্রাণ
যায় যায় অবস্থা। তাড়াতাড়ি কবরস্থান থেকে বের
হতে গিয়ে তারা দেখলো এক বৃদ্ধ কবরের নাম
ফলক ঘষছে। এই না দেখে দুই বন্ধুরভয়
কমে গেলো।
তারা বৃদ্ধকে বললোঃ আপনি আওয়াজ
করে আমাদের খুব
পাইয়ে দিয়েছিলেন। আমরা মনে করেছিলাম
আপনি ভূত।
বৃদ্ধ বললো,
আর বলো না। বোকার হদ্দ
মিস্ত্রী গুলো কবরের নাম ফলকে আমার
নামটা ভুল লিখেছে।

এক রাতের ভাড়া ৫,০০০

খুব লাজুক এক ছেলে এক রেস্টুরেন্ট এ
গিয়ে দেখল
এক খুব সুন্দরি মেয়ে একা বসে আছে সে সাহস
করে সেই মেয়ের কাছে গেল আর
বলল “ আপনি যদি কিছু মনে না করেন
আমি কি আপনার পাশে বসতে পারি??
মেয়ে চিৎকার করে উঠল “ আপনি আমাকে
কি মনে করছেন?? আমি আপনার
সাথে রাত কাটাবো !! ননসেন্স”
সাথে সাথে রেস্টুরেন্ট এর সবাই ছেলেটির
দিকে ঘুরে তাকাল আর সবাই কড়া চোখে তার
দিকে তাকাল সেটা দেখে ছেলেটি খুব ই বিব্রত
আর লজ্জিত হল
সে চুপচাপ গিয়ে অন্য এক টেবিল এ বসেপড়ল!!
কিছুক্ষণ পর মেয়েটি ছেলের কাছে গিয়ে
ফিস ফিস করে বলল“ আমি মনোবিজ্ঞানের
ছাত্রী
তাই বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে মানুষ
কেমন
আচরন করে সেটা নিয়ে গবেষণা করছি কিছু
মনে করবেন না !”
তখন ছেলে চিৎকার করে বলে
উঠলো “কি ??? ৫,০০০ টাকা…!!
তোমার মত মেয়ের
এক রাতের ভাড়া এত নাকি…!

আপনি যা বলেন

স্বামীঃ আজ বাসায় কি কি রান্না হবে?
স্ত্রীঃ আপনি যা বলেন।
স্বামীঃ আচ্ছা মাছ রান্না কর।
স্ত্রীঃ গতকাল ই না করলাম?
স্বামীঃ তাহলে সবজী রান্না কর।
স্ত্রীঃ বাচ্চারা পছন্দ করেনা।
স্বামীঃ তাহলে কিমা রান্না কর।
স্ত্রীঃ এটা তো আমি পছন্দ করিনা।
স্বামীঃ হুম পরোটা হলে কেমন হয়?
স্ত্রীঃ রাতে পরটা কে খাবে!
স্বামীঃ তাহলে আজ রান্নাটা হবে কি?
স্ত্রীঃ আপনি যা বলেন!