চড় মারল।

অফিস থেকে বাসায় ফেরার পথে জনৈক ব্যক্তি একটা রোবট কিনে নিয়ে ‍গেলেন। ‍সত্য-মিথ্যা যাচাইকারী রোবট। মিথ্যা বললে আঘাত করে বুঝিয়ে দেয় এটা মিথ্যা। বেশ খানিক পরে তার ছেলে বাসায় আসল।

বাবা : এতক্ষন কোথায় ছিলে?

ছেলে : স্কুল ছুটির পর একটু বন্ধুর বাড়িতে গিয়েছিলাম।
রোবটটি ঠাস করে মারল এক চড়।

বাবা : তুমি মিথ্যে বলছ। সত্য করে বল কোথায় গিয়েছিলে?

ছেলে : সিনেমা দেখতে গিয়েছিলাম।

বাবা : কি সিনেমা দেখেছ?

ছেলে : বেদের মেয়ে জোছনা।

আবারো রোবট চড় মারল।

বাবা : তুমি আবারো মিথ্যা বললে। সত্য করে বল কি সিনেমা দেখেছ?

ছেলে : নাইট কু‍ইন।

ঠাস ঠাস শব্দে রান্নাঘর থেকে ছেলের মা হন্তদন্ত হয়ে ছুটে এলেন।
মা : না হয় একটা ছবিই দেখেছে। তাই বলে এমন করে মারতে হবে নাকি?? এ বয়সে তো মানুষ কত কিছুই দেখে। তোমারই ত ছেলে।

এবার রোবট মহিলাকে চড় মারল।

কাস্টমার কেয়ারে ফোন

রাত ১২টা, প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া নতুন বিবাহিত এক লোক মোবাইলে ইন্টারনেট চালু করার জন্য কাস্টমার কেয়ারে ফোন দিসে।

লোকঃ ভাই, আমার মোবাইলে কিভাবে ইন্টারনেট চালু করবো? ঐ যে আছে না, ইয়ে টিয়ে দেখা যায় যেখানে ঢুকে।

কাস্টমার ম্যানেজারঃ দুঃখিত স্যার। আমি দেখতে পাচ্ছি আপনার হ্যান্ডসেটটি হল নোকিয়া ১১০০, এইটাতে তো ইন্টারনেট চালু হবে না।

লোকঃ বলেন কি! ও বউ তাড়াতাড়ি গায়ে চাদর টানো, লাইট বন্ধ করো, সে আমাদের রুমের সব দেখতে পাইতেসে।

বিয়ের ১০ বছর পূর্তিতে

বিয়ের ১০ বছর পূর্তিতে স্ত্রী বিষন্ন ভঙ্গিতে স্বামীকেঃ “তুমি আমাকে কখনোই ভালোবাসোনি!”
.
… .
.
.
… … স্বামী রেগে গিয়েঃ
“তাহলে এই হাফ ডজন ছেলে-মেয়ে কি আমি internet থেকে download করছি?!?

ফেইসবুকের পাসওয়ার্ড

৩ ছেলে এক মেয়েকে প্রপোজ করল-

ছেলে ১ : আমি তোমার জন্য মরতে পারি।

মেয়ে : এটা সবাই-ই বলে।

ছেলে ২ : আমি তোমাকে আকাশের তারা এনে দেব.
মেয়ে : পুরাতন ডায়লগ ।

ছেলে ৩ :আমি তোমাকে আমার ফেইসবুকের পাসওয়ার্ডটা দেব!!!

মেয়ে (অশ্রু মিশ্রিত কণ্ঠে): হায় রে পাগল!!!!!
এত ভালবাস তুমি আমাকে!!!!!!

আই লাভ ইউ <3 :* <3
জান….

বল্টু আর পল্টু

পল্টুঃ “কিরে, ঘরের বাইরে বসে আছিস
কেন??”
বল্টুঃ “আর বলিস না, আজ আমার ম্যারেজ
এনিভার্সারি, বউকে একটা চেন গিফট
দিলাম, আর বউ আমাকে ঘর থেকে বের
করে দিল”।
পল্টুঃ “কেন? চেন কি এমিটিশানের
ছিল
নাকি??”
I
I
I
I
I
I
I
I
I
I
বল্টুঃ “নাহ, সাইকেলের ছিল”।