১৪টাকার নোট

এক লোকের পেশা জালটাকা বানানো । তো টাকা বানাতে বানাতে সে ভুলে ১৪টাকার একটা বানিয়ে ফেলল । তো সে এটা দিয়ে কি করবে চিন্তা করতে এবং বলল , ভাই এই ১৪ টাকার নোটের খুচরা হবে ?? দোকানদার বলল হবে এবং তাকে ১৪ টাকার খুচরা দিয়ে দিল । লোকটা খুচরা নিয়ে আনন্দে গান গাইতে গাইতে বাসায় আসলো এবং দেখলো ঐ দোকানদার তাকে ৭ টাকার দুটি নোট দিয়ে দিয়েছে ।

আম জাম

এক দম্পতি রাতের ট্রেনে বেড়াতে যাচ্ছেন। ফার্স্টক্লাস বগি। দুতলা সিটের উপরের তলার টিকেট কেটেছেন। রাত দশটায় ট্রেন ছাড়ল। স্বামী-স্ত্রী দুজনেই তাদের সিটে উঠে বসলেন। নিচের সিটে আরেক ভদ্রলোক বসেছেন। রাত একটু গভীর হতেই সবাই নিজ নিজ সিটে শুয়ে পড়ল। দম্পতি শুয়ে শুয়ে গল্প করতে করতে এক সময় শারীরিকভাবে উত্তেজিত হয়ে পড়লেন। স্ত্রী কাপড়-চোপড় খুলতে উদ্দত হলে স্বামী বাধা দিয়ে বললেন, ‌”না, তুমি আহ্, উহ্ শব্দ কর। এটা বাসা না; ট্রেন। আমরা কী করছি সবাই বুঝে ফেলবে।” স্ত্রী আহত কণ্ঠে বললেন, “তাহলে? আজ আমাদের হবে না?” “হবে। যদি তুমি আহ্, উহ্ শব্দ না করে আম জাম বল তাহলে হবে। ট্রেনের কেউ সন্দেহ করবে না।” “ঠিক আছে, তা-ই হবে।” দুজনেই গভীর রাত পর্যন্ত ফুর্তি করলেন। স্ত্রী আহ্, উহ্ না করে আম জাম বলে তার আনন্দ প্রকাশ করলেন। সকালে স্বামী ঘুম থেকে উঠে নিচে নেমে নিচের সিটের ভদ্রলোককে ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, “ভাই, রাতে ভাল ঘুম হয়েছে?” ভদ্রলোক হতাশ কণ্ঠে বলরেন, “ভাই ঘুম ভাল হবে কীভাবে বলুন? আপনারা স্বামী-স্ত্রী সারা রাত আম জাম খেলেন আর সকল রস আমার উপর ফেললেন!

বেশ খারাপ

১ম জন : “আয়নায় নিজের চেহারা দেখে আমি confused ।”
২য় জন : “মানে ?”
১ম জন : “মানে…মাঝে মাঝে দেখে মনে হয় আমি দেখতে বেশ, আবার মাঝে মাঝে দেখে মনে হয় আমি দেখতে খারাপ । আসলে আমি দেখতে কেমন ?”
২য় জন : “তোমার মধ্যে আসলে দু’টো দিক-ই আছে ।”
১ম জন : “কী রকম ?”
২য় জন : “তুমি দেখতে বেশ খারাপ ।”

Buying Essays Online Uk

Burberry leaped buying essays online uk external to satisfy and meet the official, and one buying essays online uk officer is observed on the detective movie hovering over to buying essays online uk pet the dog. He shot Burberry a who discovered himself about the detective video as Specialist Bennett refused to provide a reason. Follow the National Saving Examiner on Facebook by clicking on Twitter or here. You buying essays online uk didn’t have to expire. This event is being examined as any Specialist Involved Firing is always to ensure proper treatments were used. Continue reading

i phone you tube

[img]http://1.bp.blogspot.com/-5s4-vhRmXKM/UXB4CLEGD2I/AAAAAAAAGEI/5Jep8nmkR2o/s1600/550707_454361311267273_1240241605_n.jpg[/img]