এক ভদ্রোলক এক্ִবার টি,ভি তে লাইভে অনুস্ঠান এ ফোন
কর্ִল
ভদ্রলোকঃ আমি রাস্তায় টাকা ভর্ִতি এক
টা মানিব্যেগ পাইছি।
টি,ভি উপস্থাপকঃ আপ্ִনি কি উনাকে টাকা ফেরত
দিতে চান?
ভদ্রলোকঃ না।
টি,ভি উপস্থাপকঃ তাহলে কি কর্ִতে চান আপ্ִনি ?
ভদ্রলোকঃ আমি উনার জন্ন্যে এক্টা বিরহের গান
ডেলিগেট কর্ִতে চাই।
Jul 22
চাই
Jul 22
মাসুম বাচ্চা রেজাল্ট খারাপ হওয়ায় বাসা ছেড়ে যাচ্ছি
“কক্সবাজার যামু , ভাড়া কত?? :/
– ১৩০ টাকা .
পেছনের সিটে বসে গেলে ৫
টাকা কম
হবে না??
– আচ্ছা দিয়েন । আচ্ছা আমি যদি অর্ধেক
সিটে বসে যাই
তাহলে ভাড়া অর্ধেক হবে না??
– আচ্ছা অর্ধেক ই দিয়েন ।
আচ্ছা আমি যদি দাড়িয়ে যাই
তাহলে ভাড়া আর ও কম হবে না?? – অই
মিয়া টাকা পয়সা নিয়া বাস এ
উঠেন
নাই ?? এমন করতাছেন কেন ???
তুমি কি ভেবেছ
আমি ওখানে ঘুরতে যাচ্ছি ?? মাসুম
বাচ্চা ,
রেজাল্ট খারাপ হওয়ায়
বাসা ছেড়ে যাচ্ছি ,
যাতে বাবা মা খুজে না পায় ।
ওখানে বন্ধুদের সাথে ডাব বেচবো !!!
-,ভাই থামেন,
পালাইতে চাইলে অই
সামনের বাসে উইঠা নারায়নগঞ্জ
যান,
কেউ খুইজাও পাইব না, গুম হইয়া যাবেন !!! :v :v :v lo lo lo
Jul 22
যদি সানি লিওন মারা যায !
মাইকেল জেকসন
মারা গেলো ,
সারা দিন টিভিতে তার
গান দিলো ।
মান্না মারা গেলো ,সারা দিন
তার
সিনেমা দেখানো হলো ।
কিন্তু………
:
:
:
:
যদি সানি লিওন
মারা যায …
Jul 22
commercial ভালোবাসা
এক ছেলে একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিল। মেয়েটি একটু গম্ভীরতা দেখিয়ে বললো, “আমি ভেবে জানাবো”। এরপর সপ্তাহ খানেকের মধ্যে আর কোনো যোগাযোগ নাই। ছেলেটি তো আশা প্রায় ছেড়েই দিয়েছে, এরই মাঝে হঠাৎই মেয়েটির চিঠি এলো তার কাছে । চিঠি:- অনেক ভেবে দেখলাম, আমার জন্য তুমিই perfect, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তবে এই চিঠি পাওয়ার 1সপ্তাহের মধ্যে বিয়ের প্রস্তাব পাঠাতে হবে বাড়িতে । (পাঠক, বলুনতো এটা কমন ভালোবাসা ? পারলেন না….!!! সহজ তো। এটাকে বলে commercial ভালোবাসা ।
Jun 09
কথা বলার সুযোগ দিন
স্ত্রী: ডাক্তার সাহেব, আমার স্বামী রাতে ঘুমের মধ্যে কথা বলে! কি চিকিত্সা এটার?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ডাক্তার: সে যখন জেগে থাকে তখন তাকে কথা বলার সুযোগ দিন ।


