অথিতি তাড়াত

অথিতি – তোমার গলা ভাল নয় , তবু তুমি গাও কেন?

রানা- আমিতো গাইতে চাইনা তবে মা যখন বাড়ি থেকে অথিতি তাড়াতে চান তখনই আমাকে গাইতে বলেন।

ভাগ্নে আর মামা

সমবয়সী ভাগ্নে আর মামা রাস্তা দিয়ে যাচ্ছিলো পথে ভাগ্নের এক বন্ধুর সাথে দেখা ।

বন্ধুঃ এই লোকটা তোদের কি হয় রে ?

ভাগ্নেঃ ইনি আমার বাবার শালা

বন্ধুঃ মানে ?

ভাগ্নেঃ মানে ইনি আমার বাবার স্ত্রীর আপন ছোট ভাই ।

জীবনেও বিয়ে করব না

জজ সাহেবঃ যখন এই স্বামী -স্ত্রীর মধ্যে হচ্ছিল তখন কি তুমি সেখানে উপস্থির ছিলে ?

সাক্ষীঃ জী হ্যাঁ

জজ সাহেবঃ তোমার এই ঝগড়া থেকে কি ধারনা হলো ?

সাক্ষীঃ হুজুর আমি জিবনেও বিয়ে করব না ।

ছ্য় মাসে লাখ টাকা

এক উকিলকে তার বন্ধু জিজ্ঞেস করলোঃ কি হে কেমন আয় হচ্ছে ?

উকিল বললেনঃ ছ্য় মাসে লাখ টাকা হয়েছে ।

উকিলঃ হ্যা শোন প্রথম মাসে এক টাকা , আর বাকী পাচ মাসে পাচটি শুন্য।

কৃতজ্ঞতা জানাতে হব

উকিল সাহেব হস্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন অনেক আগেই । উকিল গিন্নী অবাক হয়ে বললেন কোন দিকে চাদ উঠল আজ । এত সকাল সকাল সাহেব যে বাড়ী চলে এলেন । সে কথা পরে বলছি , উকিল সাহেব বললেন আগে তোমার যাবতীয় কাপড় চোপড় আর গহনাগুলো শিগরীর তোমার বাপের বাড়ীতে রেখে আসোগে ।
আরো অবাক হয়ে গিন্নি বললেন ওমা সে কি কেন ?
আজ এক অতি কুখ্যাত চোরকে বেকুসুর খালাস দিয়ে এসেছি । সে নাকি সন্ধার পর কৃতজ্ঞতা জানাতে হবে ।