একবার ইজিপ্ট ও বাংলাদেশী ছাত্রদের মধ্যে ভয়ানক তর্ক বেধেছিলো । কোন দেশের সভ্যতা তুলনায় বড় ছিল । ইজিপশিয়ন ছাত্রটি বলল – কায়রোর কাছে একটা বাগানে কুয়ো খুড়তে খুড়তে সাতশো ফুট গভীরে পাথরের স্থরের মধ্যে কি পাওয়াগিয়েছিলো জান?
বাংলাদেশী ছাত্রঃ কি?
ইজিপশিয়ন ছাত্রঃ তামা আর ইস্পাতের এক গাদা তার
বাংলাদেশী ছাত্রঃ তাতে কি প্রমানিত হলো
ইজিপশিয়ন ছাত্রঃ ইজিপ্টের পুরানো সভ্যতা এত উন্নত ছিল তাই প্রমানিত হচ্ছে নাকি ?
বাংলাদেশীঃ তার মানে ?
ইজিপশিয়ান ছাত্রঃ আমাদের সেই অতি প্রাচীন ইজিপ্টে টেলিগ্রাফ ছিল ।
বাংলাদেশী ছাত্রঃ আমাদের দেশেও রাজশাহীর কাছে একটি কুয়ো খোড়া হয়েছিলো হাজার ফুটের বেশী গভীরে গিয়ে ফাটিয়ে কিছুই পাওয়া গেল না ।
ইজিপশান ছাত্রঃ তাতে কি প্রমান হলো?
বাংলাদেশী ছাত্রঃ বাংলাদেশের পুরানো সভ্যতার চেয়ে কত বেশি উন্নত ছিল উন্নত ছিল তাই প্রমানিত হলো।
ইজিপশিয়ান ছাত্রঃ তার মানে ?
বাংলাদেশী ছাত্রঃ তার মানে আমাদের সেই অতি প্রাচীন ভারতে বেতার ছিলো।
Nov 08
ইজিপ্ট ও বাংলাদেশী
Nov 08
কঁচি সিগারেটই খায়।
নিম্ন মধ্যবিত্তের পাড়ায় হঠাৎ এক বিত্তশালী পরিবার বাড়ী পরিবার বাড়ী-ঘর বানিয়ে বাস করতে এল । প্রত্যোক কথায় কাজে টাকার গরম দেখিয়ে দেখিয়ে তারা প্রতিবেশীদের সকাল – সন্ধ্যা কেবলই অবাক করে দিতএ লাগল । কোন এক দুপুর বেলায় মেয়েদের মজলিসের বড়লোক গিন্নি আসর জাকিয়ে বসে গল্প শুরু করেন
-আমার স্বামীর ভাই কেবল পাইপ টানতে চার জন লোক লাগে ।
– সে কি শুধু পাইপ খাওয়াতেই চারজন মানূষ খাটে?
– হ্যাঁ , একজন পাইপটা পরিস্কার করে , একজন তামাক ভরে তাতে , আরেকজন পাইপটি ধরিয়ে দেয়।
– এত গেক তিন জন । আরেকজন কি করে
– আরেকজন পাইপটি টানে । ওর আবার পাইপ খাওয়া সহ্য হয় না কিনা। ও তাই বরাবরের মত কঁচি সিগারেটই খায়।
Nov 08
কোথায় যেন দেখছি
দুই মহিলা এক জায়গায় বসে কথা বলছিলেন । কথা প্রসঙ্গে প্রথম মহিলা দ্বিতীয় জনকে বললেন – আমার স্বামী এতই আত্বভোলা যে বাজারে গেলে মাছ কিনবে তো তরকারী ভুলে আসবে , আর তরকারী কিনবে তো মাছ কিনবে না । এই কথা শুনে দ্বিতীয় মহিলা বললেন – আমার স্বামী আরো বেশী আত্বভোলা । সেদিন বাজারে করতে গিয়েছিলাম । সেখানে অফিস যাত্রী স্বামী আমাকে দেখে বললেন – কিছু মনে করবেন না ম্যাডাম আপনাকে যেন আমার খুব পরিচিতি বলে মনে হচ্ছে এবং কোথায় যেন দেখছি।
Nov 07
খাবার ইচ্ছে নেই
একজন ভদ্রলোক নবাগত অপজনকে হুইস্কী খেতে অনুরোধ করল । জবাবে লোকটা বলল না দুটি কারনে আমি হুইস্কী খাব না । কারন দুইটি জানতে পারি কি ? ভদ্রলোক প্রশ্ন করলেন। প্রথম হল আমি মৃত্যুশয্যায় বাবাকে ছুয়ে হুইস্কী স্পশ করবো না । দ্বিতীয় কারন হলো জবাব দেয় লোকটি এই মাত্র পেগ হুইস্কী খেয়ে এসেছে এখন আর খাবার ইচ্ছে নেই ।
Nov 07
আপনার মেয়েকে ভালোবাসি
এক ডেপো ছোকরা একজন কন্যার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন স্যার প্রেম জিনিসটা কেমন ?
কন্যার পিতাঃ প্রেম হলো স্বগীয় জিনিস এর স্বাদ যে জীবনে পায়নি তাকে ঘৃনা করি
ছোকরাঃ আমি আপনার মেয়েকে ভালোবাসি ।